ফাইলের নাম বদলাতে পারছেন না?
showrav.shipbuilding@gmai
অনেক সময় কম্পিউটারে কাজ করতে গিয়ে ফাইল
বা ফোল্ডারের নাম পরিবর্তন করা যায় না। কিংবা এক ফোল্ডার থেকে আরেক
ফোল্ডারে ফাইল নেওয়া যায় না। অপারেটিং সিস্টেমের সমস্যার কারণে কখনো সেটি
নাও হতে পারে। ‘The File or Folder does not exist’ বার্তা দেখিয়ে কাজ
থামিয়ে দেয়।
এই সমস্যা হতে পারে ভুলে উইন্ডোজ রেজিস্ট্রি ব্রাঞ্চের HKLMoftware/Microsoft/Windows/CurrentVersion/explorer/FolderDescriptions ডিরেক্টরি মুছে গেলে বা KB938979-এর আগের কোনো হালনাগাদ উইন্ডোজে যোগ হলে। ওই হালনাগাদ আনইনস্টল করলে সমাধান হওয়ার সম্ভাবনা কম থাকবে। উইন্ডোজের মিসিং রেজিস্ট্রি ঠিক করলে সমাধান পাওয়া যাবে।
মাইক্রোসফট উইন্ডোজ অপারেটিং সিস্টেমের টুকটাক সমস্যা সমাধানে ‘ফিক্স ইট’ নামের ক্ষুদ্র প্রোগ্রামের ব্যবস্থা রেখেছে। খুঁজে না পাওয়া অনেক সমস্যার সমাধান করে দেবে এই ছোট প্রোগ্রাম। এ জন্য https://goo.gl/x6L1j3 ওয়েব সংযোগে চলে যান। এখানে মাইক্রোসফট ফিক্স ইটের Run চেপে প্রোগ্রামটি নামিয়ে নিয়ে পরের ধাপ অনুসরণ করলে ফাইল রিনেম বা সরানোর সমস্যার সমাধান আনা যাবে। আরও ভালো হয় কাজটি করার আগে উইন্ডোজের সিস্টেম রি-স্টোর পয়েন্ট তৈরি করে নিলে। উইন্ডোজ ৮ ব্যবহারকারীরা কাজটি https://goo.gl/nXQkli ওয়েব ঠিকানার প্রোগ্রাম দিয়ে করুন
ফাইলের নাম বদলাতে পারছেন না?
এই সমস্যা হতে পারে ভুলে উইন্ডোজ রেজিস্ট্রি ব্রাঞ্চের HKLMoftware/Microsoft/Windows/CurrentVersion/explorer/FolderDescriptions ডিরেক্টরি মুছে গেলে বা KB938979-এর আগের কোনো হালনাগাদ উইন্ডোজে যোগ হলে। ওই হালনাগাদ আনইনস্টল করলে সমাধান হওয়ার সম্ভাবনা কম থাকবে। উইন্ডোজের মিসিং রেজিস্ট্রি ঠিক করলে সমাধান পাওয়া যাবে।
মাইক্রোসফট উইন্ডোজ অপারেটিং সিস্টেমের টুকটাক সমস্যা সমাধানে ‘ফিক্স ইট’ নামের ক্ষুদ্র প্রোগ্রামের ব্যবস্থা রেখেছে। খুঁজে না পাওয়া অনেক সমস্যার সমাধান করে দেবে এই ছোট প্রোগ্রাম। এ জন্য https://goo.gl/x6L1j3 ওয়েব সংযোগে চলে যান। এখানে মাইক্রোসফট ফিক্স ইটের Run চেপে প্রোগ্রামটি নামিয়ে নিয়ে পরের ধাপ অনুসরণ করলে ফাইল রিনেম বা সরানোর সমস্যার সমাধান আনা যাবে। আরও ভালো হয় কাজটি করার আগে উইন্ডোজের সিস্টেম রি-স্টোর পয়েন্ট তৈরি করে নিলে। উইন্ডোজ ৮ ব্যবহারকারীরা কাজটি https://goo.gl/nXQkli ওয়েব ঠিকানার প্রোগ্রাম দিয়ে করুন
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন