নিচের চিঠিটা একজন নাম প্রকাশে অনিচ্ছুক একজন মেয়েকে দাওয়া তার প্রেমিকের চিঠি।।।এটাই ছিল তাদের সম্পর্কের শেষ চিঠি!
.
চিঠিটি পড়ে অনেকক্ষণ স্তব্ধ হয়ে রইলাম।।।আজও তাহলে এমন মানুষ রয়েছে যে তার নিজের মনের ইচ্ছার বস্তু তথা তার প্রেম কে নষ্ট করেছে আল্লাহ কে পাওয়ার জন্য।।আর সে মেয়েটিও সম্পর্ক ভেঙে যাওয়ার পর ইসলাম কে আকড়ে ধরেছে!!!
.
জানি না সেই কোন সে যুবক-যুবতী, যারা আল্লাহর জন্য নিজের মনকে কোরবানি দিল।তবু দিল থেকে তাদের জন্য দোয়া করি আল্লাহ যেন তাদের এই কোরবানি কে কবুল করেন এবং এর উপযুক্ত প্রতিদান দান করেন।।
.
.
.
নুহা (কাল্পণিক নাম),
.
জানি তুমি ভালো নেই! আমিও ভালো নেই।
কারণ টা তোমার জানা। জীবনে কখনো
এরকম পরিস্থিতির সম্মুখীন হতে হবে ভাবিনি।
আসলে ইলম এক জিনিস আর ঈমান আরেক
জিনিস। কোন ব্যক্তির যদি ঈমানের উপর চলমান
কোন মেহনত না থাকে এই ব্যক্তি দ্বীন
থেকে অবশ্যই আস্তে আস্তে দূরে সরে
যাবে এবং একসময় তার গুনাহকে ভালো লাগতে
শুরু করবে যা ঈমানের লক্ষণের পরিপন্থি।
.
.
তোমাকে জীবনের একটা চরম সত্য বলি,
আমি সত্যিই তোমাকে ভালোবাসতাম এবং এর
মধ্যে কোন ধোকা ছিলোনা।
.
কিন্তু বিশ্বাস করো, এক আল্লাহ তায়ালার জন্যই
আমি যোগাযোগ অফ করতে যাচ্ছি। আল্লাহ
তায়ালা মনের খবর জানেন এবং এর মধ্যে
অবশ্যই দুজনের ভালো আছে। আল্লাহ
তায়ালাকে নারাজ করে কেউ শান্তি পেতে
পারে না।
.
.
আমি আল্লাহর কাছে দোয়া করবো, যদি
তোমার সাথে আমার সম্পর্কের ভিতর ভালাই
থাকে তবে আল্লাহ যেন তোমার সাথে আমার
সম্পর্ক ঠিক করেন, স্থায়ী করেন। আর আমি
তাকদ্বীরকে বিশ্বাস করি! তোমার সাথে আমার
লেখা থাকলে তা অবশ্যই হবে।
.
আমার অনেক ইচ্ছে ছিল তোমাকে
দ্বীনের উপর উঠানোর। কিন্তু খোদার কসম
করে বলতে পারি হবেনা। বদদ্বীনি তরীকায়
কোনদিন দ্বীনের কাজ হবে না। সম্ভবই না!
আমার কোন অধিকার আছে তোমার সাথে কথা
বলার? আর তোমার সাথে আমার প্রত্যেকটা
কথায় জিনার গুনাহ হবে! তুমি আমার সাথে যত কথা
বলবা ততই নাফরমানি বাড়বে। দ্বীনের পথে
এসে নেক আমল করবো তার সাথে একটা
গুনাহকে কন্টিনিউ রাখবো, তা কখনোই হতে
পারে না। আর যদি এভাবে রিলেশন রাখি আমার
সাথে তোমারও ক্ষতি হবে। আল্লাহ তায়ালাও
নারাজ হবেন।
.
.
এতোদিন তোমার সাথে কথা বলছি, ভুল করছি.
মাফ করে দিও। আমি আল্লাহকে ভয় করি,
মৃত্যুকে ভয় করি। তুমিও করো। আল্লাহকে
অসন্তুষ্ট করে কাউকে সন্তুষ্ট করতে
পারবো না। আজ হয়তো আমার কথাগুলো
তোমার খারাপ লাগছে. কিন্তু একদিন ঠিকই বুঝে
আসবে।
.
.
শেষ কথা, তোমাকে এই দুনিয়াতে নাও পাই
তাতে কি ক্ষতি হবে বলো? হয়তো জান্নাতে
দেখা হবে। দুনিয়াতে মানুষের সব আশা পূরণ
হয়না। দুনিয়া আসলে আশা পূরণ হবার জায়গাই না।
.
.
আমি দূর থেকে তোমার জন্য দোয়া
করবো, তোমার হেদায়েতের জন্য। আশা
করি তুমিও করবে।
.
আর যদি কখনো জীবনসঙ্গী কাউকে
বানাতে চাও দ্বীনদারীটাই দেখো।
পৃথিবীতে কোথাও শান্তি পাবে না শুধু যাদের
মধ্যে কিছুটা দ্বীনের বুঝ আছে তারা বাদে।
তাই আল্লাহ তোমাকে দ্বীনের বুঝ দান করুক
এবং তোমাকে হেদায়েত দিক এই দোয়া করি।
.
আমার ভালোবাসা আর কতটুকু? আমি জানি সারা
পৃথিবীর সবার ভালোবাসাও যদি হারাও তবুও
মহানবী সাঃ এর আনিত দ্বীনকে তুমি কখনোই
ছাড়বা না, যদি দ্বীন বুঝে আসে।
#collected
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন