ফেইসবুকে কোন পোস্ট করার আগে ভেবে দেখা উচিত আমি কেন তা করছি


ফেইসবুকে কোন পোস্ট করার আগে ভেবে দেখা উচিত আমি কেন তা করছি। এতে কি শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টি আছে নাকি দুনিয়াবি অন্যকোন স্বার্থও আছে। দ্বিতীয়টি হলে অবশ্যই আমাদের পোস্ট করা থেকে বিরত থাকা উচিত। কেননা তখন তা অহেতুক কাজে পরিণত হবে। আর একজন মুমিন অহেতুক কাজে সময় নষ্ট করতে পারে না। নিজেকে জাহির করা, বেশি বেশি লাইকের প্রত্যাশা করা, অপরজনের ভুলকে রিফিউট করতে গিয়ে লাগামছাড়া কথা বলা, প্রকাশ্যে শত শত মানুষের সামনে গীবত করা এগুলো সবই পরিত্যাজ্য। এগুলো আখিরাতে কোন কাজেই আসবে না। অবশ্যই ভুলের প্রতিবাদ, রিফিউটেশান হবে। তবে তা হতে হবে শারিয়ার সীমার মাঝে থেকে। যে শত শত মানুষের সামনে ভুল মেসেজ পৌঁছাচ্ছে তার ভুলকেও সংশোধনের নিয়াতে তুলে ধরতে হবে শত শত মানুষের সামনে যেন মানুষ তার কথায় বিভ্রান্ত না হয়। তবে দেখতে হবে তাকে ইনবক্সে বুঝিয়ে লাভ হবে কিনা। যদি লাভ হয় তবে প্রকাশ্যে তার ভুল দেখানোর আগে ইনবক্সেই তাকে বুঝানো উচিত। যদি ঘাড় ত্যাড়া স্বভাবের হয় আর নিজের ভুল আইডিওলোজি স্প্রেড করতে থাকে তবে তার বিরুদ্ধে কীবোর্ডে হাত দেয়াকে ওয়াজিব মনে করি। তবে এক্ষেত্রে আদাব আর শালিনতা বজায় রাখা উচিত। ইখলাসের সাথে দেয়া একটি পোস্ট ১০ জনের কাছে পৌঁছালে এবং ১ জন বুঝলে তাই যথেষ্ট। নিজের বড়ত্ব, লাইকপ্রত্যাশা, আরেকজনকে দমানো ইত্যাদি নিয়াতে দেয়া পোস্ট হাজার হাজার মানুষের কাছে পৌঁছালেও প্রচুর লাইক আসবে সত্য, কিন্তু তাতে কারো অন্তরে পরিবর্তন আসবে না। মাঝখান দিয়ে আমার মূল্যবান কিছু সময় নষ্ট হবে। ইখলাসের সাথে বলা কথাগুলো আল্লাহ আযযা ওয়া জালই তার বান্দাদের কাছে পৌঁছানোর ব্যবস্থা করবেন। আর একজন ব্যক্তিও যদি এসব কথা শুনে দ্বীনের পথে চলা শুরু করেন তবে মৃত্যুর পরও তার মাধ্যমে যতজন আমল করবেন সবার সওয়াবের একটা অংশ ঐ দাওয়াহ দেয়া ব্যক্তি পাবেন বিইযনিল্লাহ। আল্লাহ আযযা ওয়া জাল আমাদেরকে প্রতিটি কাজে ইখলাস দান করুন আর হালালপন্থায় এবং উপকারী কাজে যদি ফেইসবুক ইউজ করতে পারি তবে যেন তাওফিক দেন, নাহয় বিরত রাখেন।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

পুরুষদের জন্য সিল্ক ব্যবহার করা হারাম।

বিয়ে, দ্বীনদার স্ত্রী এবং মানসিক সাপোর্ট !

ফাতিমার ঐতিহাসিক সেই চিঠি ও "Happy New Year''