পরীক্ষা গুনাহ থেকে পরিশুদ্ধির উপায়


কিছু জিনিস আগুনে পুড়ে যায়, কিছু জিনিস বিশুদ্ধ হয়। . তাওহীদের পথে চলতে গেলে পরীক্ষা আসবেই। এটাই নিয়ম। এ পরীক্ষাসমূহের মাধ্যমে আর-রাহমান তার বান্দাদের মধ্যে থেকে বাছাই করে নেন তাদেরকে যারা লাভ করবে তাঁর নৈকট্য। এ পরীক্ষাসমূহের মাধ্যমে আর-রাহমান তার বাছাইকৃত বান্দাদের মর্যাদা দান করেন, সম্মানিত করেন। . যার দ্বীন পালনে কাফির-যালিমদের পক্ষ থেকে বাধা আসে না হয়তো তার চিন্তা করার সময় এসেছে সে সত্যিই দ্বীন ইসলাম সম্পূর্ণ ভাবে পালন করছে কি না। নিশ্চয় যে পথে চলতে গেলে বাধা আসে না, যে পথ কণ্টকাকীর্ণ নয়, সে পথ দ্বীন ইসলামের পথ নয়। খুব চমৎকার ভাবে এই পথের পরিচয় দিয়েছেন ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ, কয়েকটি লাইনে ফুটিয়ে তুলেছেন চিন্তার একটি সমুদ্র - . এ পথ তো সে পথ!!!। যে পথে চলতে গিয়ে ক্লান্ত হয়ে পরেছিলেন আদাম। ক্রন্দন করেছেন নূহ। আগুনে নিক্ষিপ্ত হয়েছেন ইব্রাহীম খলীল। যবেহ্‌ করার জন্য শোয়ানো হয়েছে ইসমাইলকে। খুব স্বল্প মূল্যে বিক্রয় করা হয়েছে ইয়ূসুফকে, কারাগারে কাটাতে হয়েছে জীবনের দীর্ঘ কয়েকটি বছর। জাকারিয়াকে করাত দ্বারা দ্বিখণ্ডিত করা হয়েছে। যবেহ্‌ করা হয়েছে নারী সংশ্রব থেকে মুক্ত সায়্যেদ ইয়াহইয়াকে। রোগে ভুগেছেন আইয়ূব। দাউদের ক্রন্দন, সীমা অতিক্রম করেছে। নিঃসঙ্গ জীবন যাপন করেছেন ঈসা। আলাইহিমুস সালাতু ওয়াস সালাম। নানা দুঃখ-দুর্দশা, কষ্ট-ক্লেশ ভোগ করেছেন শেষ নবী মুহাম্মাদ ﷺ। . আর তুমি (এখনও) খেল-তামাশায় মত্ত?!!! . [আল-ফাওয়ায়েদ, লি-ইবনিল কাইয়্যিম] . . আনাস ইবনু মালিক (রাঃ) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ ﷺ বলেন - জান্নাতকে বেষ্টন করে রাখা হয়েছে অপছন্দনীয় বস্তু দ্বারা এবং জাহান্নামকে বেষ্টন করে রাখা হয়েছে কামনা-বাসনা বস্তু দ্বারা। [সাহীহ মুসলিম] . আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত। রাসুলুল্লাহ ﷺ বলেন - মুমিনের উপমা শস্য জাতীয় গাছ এর ন্যায়। বাতাস সর্বদা উহাকে আন্দোলিত করে। অনুরূপভাবে মু'মিনের উপরও সর্বদা বিপদ-আপদ আসতে থাকে। আর মুনাফিকের উপমা দেবদারু বৃক্ষের ন্যায়। মূল না কাটা পর্যন্ত তা প্রকম্পিত হয় না। [সাহীহ মুসলিম] #KnowYouDeen

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

পুরুষদের জন্য সিল্ক ব্যবহার করা হারাম।

বিয়ে, দ্বীনদার স্ত্রী এবং মানসিক সাপোর্ট !

ফাতিমার ঐতিহাসিক সেই চিঠি ও "Happy New Year''